বাংলাদেশ ব্যাংক এবং বানিজ্য মন্ত্রনালয়ের প্রকাশিত “ডিজিটাল কমার্স এসওপি ২০২১” নির্দেশনা অনুসারে পরীক্ষামূলকভাবে “ডিজিটাল হাট” প্ল্যাটফর্মে এসক্রো পেমেন্ট সিকিউরিটি সার্ভিসটি ব্যবহার করা হচ্ছে। ডিজিটাল হাটে প্রদর্শিত কোন পশু ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা এসক্রো সেবাটি নিতে ekshop.gov.bd এর মাধ্যমে পেমেন্টে করে সুবিধাটি গ্রহণ করতে পারেন। উল্লেখ্য যে, বাংলাদেশের প্রথম ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে ekshop.gov.bd এপ্রিল ২০১৯ হতে পরীক্ষামূলকভাবে এসক্রো সেবাটি প্রদান করে আসছে এবং বর্তমানে সম্পূর্ণ এসক্রো সুবিধা নিয়ে পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে আগামী ১৫ জুলাই পর্যন্ত এসক্রো এর মাধ্যমে কেনাকাট করা যাবে। সম্ভাব্য ঈদ ২১ জুলাই হিসেবে, ১৫ জুলাই এর পরবর্তী লেনদেন এর তাৎক্ষণিক ব্যবস্থাপনা বিলম্বিত হতে পারে।
আপনার পছন্দের পশু একশপে না খুঁজে পেলে একশপ হটলাইন নাম্বারে (০৯৬৩৮০০৭০০৭) যোগাযোগ করে একশপে পশু প্রদর্শনের মাধ্যমে এসক্রো সেবাটি গ্রহণ করা যাবে।